ওসি পদায়নে যেখানে মেধা ও যোগ্যতাই মানদণ্ড – সিলেটের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন

শেয়ার করুন          থানার ওসি পোস্টিং মানেই রাজনৈতিক তদবির কিংবা অনৈতিক সুবিধার ছড়াছড়ি সাধারনদের মাঝে এরকম ধারনা বহু পুরুনো। তবে পুলিশে নীতি নির্ধারণ পর্যায় থেকে আভ্যন্তরীন স্বচ্ছতার বিষয়টি গুরত্বারোপ করায় এমন ধারনার পরিবর্তন লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলায় অফিসার ইনচার্জ পদায়নে অনন্য নজির সৃষ্টি করলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। জেলায় যোগদান করার দুই বছরের মধ্যে সবকটি থানায় তিনি পর্যায়ক্রমে নতুন ওসি পদায়ন করেন।যোগদানের দুই মাসের মধ্যে গোয়াইনঘাট,কানাইঘাট,জৈন্তাপুর,জকিগঞ্জ এবং ওসমানীনগর থানায় নতুন ওসি পদায়ন করে।   পরবর্তীতে বিভিন্ন ধাপে কোম্পানীগঞ্জ,গোলাপগঞ্জ,বিয়ানীবাজার,বিশ্বনাথ থানায় ওসি পদায়ন করেন। সর্বশেষ ২২ জুন পর্যটন … Continue reading ওসি পদায়নে যেখানে মেধা ও যোগ্যতাই মানদণ্ড – সিলেটের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন